
মোঃ আব্দুল্লাহ হক, চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি: চলমান শীত মৌসুমে শীতার্ত ও অসহায় মানুষের দুর্ভোগ লাঘবে চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন স্থানে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। রবিবার ২১ ডিসেম্বর রাতে চুয়াডাঙ্গা জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কামাল হোসেন নিজে উপস্থিত থেকে এই মানবিক সহায়তা কার্যক্রমে অংশগ্রহণ করেন।
এসময় শহরের বিভিন্ন স্থানে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
জেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এ কর্মসূচির আওতায় জেলার বিভিন্ন এলাকায় দরিদ্র ও অসচ্ছল জনগোষ্ঠীর মাঝে কম্বল বিতরণ করা হয়। শীতের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় অসহায় মানুষের কষ্ট লাঘব এবং তাদের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
এ সময় জেলা প্রশাসক বলেন, শীতার্ত মানুষের সহায়তায় সরকার সবসময় আন্তরিক। শীত মৌসুমে কেউ যেন কষ্টে না থাকে, সে লক্ষ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের মানবিক সহায়তা অব্যাহত থাকবে।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, আগামীতেও শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে এ ধরনের সহায়তা কার্যক্রম নিয়মিতভাবে চালু থাকবে।
এসময় জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তার উপস্থিত ছিলেন।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved