চট্টগ্রামে ভারতের ভিসা আবেদন অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। রবিবার (২১ ডিসেম্বর) থেকে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে বলে জানিয়েছে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র (আইভ্যাক)।
আইভ্যাক এক বিজ্ঞপ্তিতে জানায়, সাম্প্রতিক সময়ে চট্টগ্রামে অবস্থিত ভারতের সহকারী হাইকমিশনে সংঘটিত একটি নিরাপত্তাজনিত ঘটনার প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে চট্টগ্রামে ভারতীয় ভিসা সংক্রান্ত সব কার্যক্রম ২১ ডিসেম্বর থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে। পরিস্থিতি পর্যালোচনার পর ভিসা আবেদন কেন্দ্র পুনরায় চালু করার বিষয়ে পরবর্তী ঘোষণা দেওয়া হবে।
এর আগে, গত বৃহস্পতিবার রাতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে চট্টগ্রামে ভারতীয় হাইকমিশনের সামনে বিক্ষুব্ধ অবস্থান নেয় একদল লোক। লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। ঘটনাস্থল থেকে পুলিশ অন্তত ১২ জনকে আটক করে।
উল্লেখ্য, নিরাপত্তা পরিস্থিতির কারণে দেখিয়ে গত ১৭ ডিসেম্বর দুপুরের পর ঢাকার যমুনা ফিউচার পার্কে আইভ্যাক বন্ধ ঘোষণা করা হয় এবং ১৮ ডিসেম্বর রাজশাহী ও খুলনার কার্যক্রম বন্ধ করা হয়। তবে তা পরদিন আবার পুনরায় চালু করা হয়।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved