২০২৪–২৫ অর্থবছরে বাংলাদেশে প্রবাসী আয় (ওয়েজ রেমিট্যান্স) সংগ্রহে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতিস্বরূপ ট্রাস্ট ব্যাংক পিএলসি ‘রেমিট্যান্স অ্যাওয়ার্ড ২০২৬’ অর্জন করেছে।
আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানটি বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা ড. আসিফ নজরুল, ট্রাস্ট ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (এমডি ও সিইও) জনাব আহসান জামান চৌধুরীর হাতে পুরস্কারটি আনুষ্ঠানিকভাবে তুলে দেন।
এই স্বীকৃতি ট্রাস্ট ব্যাংক পিএলসির আনুষ্ঠানিক রেমিট্যান্স চ্যানেল শক্তিশালীকরণ, বৈশ্বিক রেমিট্যান্স নেটওয়ার্ক সম্প্রসারণ এবং অনাবাসী বাংলাদেশি (এনআরবি) দের জন্য নিরাপদ, দক্ষ ও গ্রাহককেন্দ্রিক রেমিট্যান্স সেবা প্রদানে ধারাবাহিক প্রচেষ্টার প্রতিফলন। একই সঙ্গে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালীকরণ ও টেকসই রেমিট্যান্স প্রবাহ নিশ্চিত করতে ব্যাংকটি
সক্রিয় ভূমিকা পালন করে যাচ্ছে।
ডিজিটাল উদ্ভাবন, কৌশলগত আন্তর্জাতিক অংশীদারিত্ব এবং সেবার উৎকর্ষতার মাধ্যমে প্রবাসী বাংলাদেশি ও তাঁদের দেশের উপকারভোগীদের জন্য রেমিট্যান্স অবকাঠামো আরও উন্নত করতে ট্রাস্ট ব্যাংক পিএলসি দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved