মহান মুক্তিযুদ্ধের উপ-অধিনায়ক ও বিমান বাহিনীর সাবেক প্রধান এয়ার ভাইস মার্শাল এ কে খন্দকার বীরউত্তম এর মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন রুর্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ)। এক শোক বার্তায় আরজেএফ চেয়ারম্যান এস এম জহিরুল ইসলাম ও মহাসচিব মোঃ সেকেন্দার আলম শেখ বলেন, এ কে খন্দকার বীরউত্তম ছিলেন মহান মুক্তিযুদ্ধের একজন প্রথম সারির অবিভাবক। তিনি জাতীয় সংসদের পাবনা-৫ আসনের সংসদ সদস্যও ছিলেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সফলতার সাথে রাষ্ট্রদূত হিসেবেও দায়িত্ব পালন করেন। ২০০৯ সালে তিনি সরকারের পরিকল্পনা মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। প্রকাশ থাকে যে তিনি বার্ধক্য জনিত কারনে তিনি শনিবার সকালে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৯৬ বছর।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved