মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে পোশাক শ্রমিককে পিটিয়ে হত্যার অভিযোগে ময়মনসিংহ র্যাব-১৪, কর্তৃক ০৭ জন গ্রেফতার করা হয়।
ভিকটিম দিপু চন্দ্র দাস(২৮), পিতা-রবিলাল চন্দ্র দাস, সাং-মোকামিয়াকান্দা, থানা-তারাকান্দা, জেলা-ময়মনসিংহ। তিনি ময়মনসিংহ জেলার ভালুকা থানার ডুবুলিয়া পাইওনিয়র নিট ফ্যাক্টরীর শ্রমিক হিসাবে কর্মরত ছিলেন। অজ্ঞাতনামা উত্তেজিত জনতা ভিকটিমের বিরুদ্ধে মহানবী হয়রত মুহাম্মদ (সাঃ) ও ধর্ম নিয়ে কটুক্তির অভিযোগ এনে গত ১৮ ডিসেম্বর বৃহস্পতিবার ২০২৫খ্রিঃ রাত অনুমান ২১:০০ ঘটিকায় ফ্যাক্টরি হতে জোর পূর্বক বাহির করে দাঙ্গা সৃষ্টির মাধ্যমে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত সহ কিলঘুষি দিয়ে পিটিয়ে হত্যা করে। পরবর্তীতে ভিকটিমের লাশ জামিরদিয়া স্কয়ার মাস্টারবাড়ি বাসস্ট্যান্ড, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাঝখানে আইল্যান্ডের গাছের সাথে ঝুলিয়ে আগুন ধরিয়ে দেয়। যার স্থির এবং ভিডিওচিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। উক্ত ঘটনায় ভালুকা থানায় মামলা নং-২৬, তারিখ-১৯ ডিসেম্বর ২০২৫খ্রি: ধারা-১৪৭/১৪৯/৩০২/২০১/২৯৭/৩৪ পেনাল কোড রুজু হয়। ময়মনসিংহ সিপিএসসি, র্যাব-১৪, এর আভিযানিক দল ঘটনার ভিডিও বিশ্লেষন ও স্থানীয়ভাবে তথ্য সংগ্রহ এবং যাচাইপূর্বক বর্ণিত ঘটনায় জড়িত থাকার অভিযোগে অদ্য ২০ ডিসেম্বর ২০২৫খ্রিঃ অনুমান ০৩০০ ঘটিকায় ময়মনসিংহ জেলার ভালুকা থানাধীন স্কয়ার মাস্টারবাড়ি এলাকায় অভিযান পরিচালনা করে অভিযুক্ত ১। মো: তারেক হোসেন (১৯), ২। মো: লিমন সরকার, ৩। মোঃ মানিক মিয়া (২০), ৪। এরশাদ আলী(৩৯), ৫। নিঝুম উদ্দিন (২০), ৬। আলমগীর হোসেন (৩৮), ৭। মোঃ মিরাজ হোসেন আকন(৪৬) ‘দের গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।ময়মনসিংহ র্যাব -১৪কর্তৃক প্রেস রিলিজের মাধ্যমে গ্রেফতারের ঘটনা সত্যতা নিশ্চিত করেছেন।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved