বিদায়ী বছরে পুঁজিবাজারে সব কিছুতেই রেকর্ড থাকলেও নতুন করে বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাব খোলার প্রবণতা কমেছে। ২০২১ সালে পুঁজিবাজারে ৫ লাখেরও বেশি বিও হিসাব কমেছে।
সেন্ট্রাল ডিপজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, ২০২১ সালের ৩০ ডিসেম্বর পুঁজিবাজারে বিও হিসাব ছিল ২০ লাখ ৩৪ হাজার ৩৯৯টি। আর ২০২০ সালের ডিসেম্বর মাসের শেষ দিন বিও হিসাব ২৫ লাখ ৫২ হাজার ১৬৮টি ছিল। অর্থাৎ এক বছরের ব্যবধানে ৫ লাখ ১৭ হাজার ৭৬৯টি বিও হিসাব কমেছে।
২০২১ সালের শেষ দিন পুরুষদের বিও হিসাব ৩ লাখ ৬৬ হাজার ২৩৫টি কমে দাঁড়িয়েছে ১৫ লাখ ১১ হাজার ৭৩৪টিতে। ২০২০ সালের শেষ দিন পুরুষদের বিও হিসাব ছিল ১৮ লাখ ৭৭ হাজার ৯৬৯টিতে।
আর ২০২১ সালের শেষ দিনে নারী বিনিয়োগকারীদের বিও হিসাব ১ লাখ ৫৩ হাজার ৪৯টি কমে পাঁচ লাখ ৭ হাজার ৩১৫টিতে দাঁড়িয়েছে। ২০২০ সালের শেষ দিন নারী বিনিয়োগকারীদের বিও হিসাব ছিল ৬ লাখ ৬০ হাজার ৩৬৪টিতে।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved