
ইমন মাহমুদ লিটন, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের ভৈরবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযানে ৭,৯৪০ পিস ইয়াবাসহ এক নারী গ্রেফতার করেছে।
সোমবার (১৫ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায় ভৈরব সৈয়দ নজরুল ইসলাম সেতুর পশ্চিম দিকে ঢাকা সিলেট মহাসড়কে অভিযান পরিচালনা করে আসামীর ভাড়া করা মোটরসাইকেল থেকে নামিয়ে তল্লাশি করে ৭,৯৪০ পিস ইয়াবা উদ্ধার সহ থাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত হলেন, ব্রাক্ষণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার পত্তন উত্তরপাড়া এলাকার সুরুজ মিয়ার বাড়ীর মো.ইয়ামিন স্ত্রী মোছা. রোজিনা আক্তার(৩৩)।
আসামি বিরুদ্ধে ভৈরব মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পরিদর্শক চন্দন গোপাল সুর বাদী হয়ে ভৈরব থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved