
ইমন মাহমুদ লিটন, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের ভৈরবে ২০ মামলার আসামি শীর্ষ স্থানিয় ছিনতাইকারি রাসেল (৩৭) কে গ্রেফতার করেছে ভৈরব থানার পুলিশ। সে পৌর শহরের ভৈরবপুর উত্তর পাড়া এলাকার তমিজ উদ্দিনের ছেলে। আজ ১৪ ডিসেম্ভর রোজ রবিবার বিকাল সাড়ে তিনটার সময় গাছতলা ঘাট এলাকা থেকে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে ভৈরব থানায় পনেরটি ও নরসিংদী জেলার বেলাব থানায় পাঁচটি মামলা রয়েছে।
ভৈরব থানার ওসি (তদন্ত) আবু তালেব জানান, শীর্ষ ছিনতাইকারি রাসেলকে পুলিশ গত এক বছর যাবত গ্রেফতারের চেষ্টা চালিয়ে আসছিল। পলাতক থাকায় তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি। আজ বিকাল সাড়ে তিনটার সময় গাছতলাঘাট মাছ বাজার এলাকায় অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। নয়টা গ্রেফতারি পরোয়ানা,ডাকাতি,ছিনতাই, ধর্ষন, অস্ত্র, পুলিশ এসোল্টসহ বিস্ফোরক আইনেও মামলা রয়েছে। ভৈরব থানায় পনেরটি ও নরসিংদী জেলার বেলাব থানায় পাঁচটি মামলা মুলতবি আছে। রাসেল মোট বিশটি মামলার আসমি। এ সকল মামলায় সে দীর্ঘদিন যাবত পলাতক ছিল। তার স্থায়ী ঠিকানা বেলাব থানাধিন দেওয়ানেরচর হলেও সে ভৈরব পৌর শহরের নদী বাংলা সেন্টারের পিছনে তার আত্মীয়র বাড়িসহ বিভিন্ন সময়ে ভাড়া বাসা নিয়েও বসবাস করে থাকতো। আজ গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে। আগামীকাল সকালে তাকে কিশোরগঞ্জ আদালতে প্রেরণ করা হবে।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved