
মোঃ নাজমুল ইসলাম মিলন, দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে দানিউল ইসলাম (৫৫) কে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শনিবার (১৩ ডিসেম্বর) বেলা ১১টায় উপজেলার আরজি চৌপুকুরিয়া জিন্দাপীর মেলা সংলগ্ন এলাকায় শয়ন ঘরে তার গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত দানিউল ইসলাম উপজেলার সাতোর ইউনিয়নের আরাজি চৌপুকুরিয়া গ্রামের মুক্তিযোদ্ধা মৃত নজরুল ইসলামের ছেলে।
সরজমিনে জানা যায়, নিহত দানিউল ইসলামের স্ত্রী ও ছেলে দিনাজপুর শহরে বাচ্চাদের পড়ালেখার স্বার্থে প্রায় ২০ বছর ধরে বসবাস করে। জমা জমি থাকার কারণে তিনি গ্রামের বাড়িতে এসে সপ্তাহে দু"এক দিন রাত্রি যাপন করেন। তার মেয়ে স্বামীর বাড়িতে বসবাস করেন।
বাড়ির কাজের লোক রফিকুল ইসলাম ও নুর জাহান বেগম বাড়ি ও নিহত দানিউল ইসলামের দেখা শুনার করে। শনিবার সকল ১০টার দিকে রফিকুল ইসলাম বাড়িতে এসে ডাকাডাকি করে না পেয়ে তার আত্মীয় স্বজনকে জানালে তারা এসে শয়ন কক্ষের রুমের দরজা খুলে ভিতরে ঢুকে বিছানায় রক্তাক্ত অবস্থায় মরদেহ দেখতে পায়।
সাতোর ইউনিয়নের চেয়ারম্যান জাকির হোসেন রাজা এবং নিহতের চাচাতো ভাই সাবেক ইউপি চেয়ারম্যান শামীম ও সেলিম গভীর শোক প্রকাশ করে বলেন, পরিকল্পিত এই রহস্য জনক হত্যাকাণ্ডের পিছনে বিপুল সম্পদের কারণ অথবা অন্য কোন ঘটনা থাকতে পারে বলে। অনাকাঙ্ক্ষিত হত্যাকান্ডের বিচার চাই।
এ বিষয়ে বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম বলেন, লাশের গলায় ছুরি দিয়ে কাটার চিহ্ন রয়েছে, বুকেও আচরের দাগ রয়েছে। ঘটনাস্থল থেকে ৬/৭ ইঞ্চি লম্বা একটি ছুরি উদ্ধার করা হয়েছে। অবিলম্বে দুষ্কৃতকারীদেরকে আইনের আওতায় আনা হবে। পুলিশ তৎপর আছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজে প্রেরণ করা হয়েছে। রহস্য উদঘাটনে অতিরিক্ত পুলিশ সুপার বীরগঞ্জ সার্কেল শাওন কুমার সহ সিআইডির ক্রাইমসিন পুলিশ ও স্থানীয় পুলিশ অফিসার মাঠে কাজ করছে।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved