
গত টি-টোয়েন্টি বিশ্বকাপে মুশফিকুর রহিমের পারফরম্যান্স ছিল হতশ্রী। এর ফলে বিশ্বকাপের পর পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দল থেকেও বাদ পড়েছিলেন তিনি। নির্বাচকরা তখন মুশফিককে বিশ্রাম দেয়া হয়েছে বললেও। কার্যত সেটা বাদই ছিল। সেই সিরিজের আফগানিস্তানের বিপক্ষে সংক্ষিপ্ত এই ফরম্যাটের দলে ফিরলেও গুঞ্জন রয়েছে টি-টোয়েন্টি থেকে অবসর নিয়ে নিতে পারেন এই উইকেটরক্ষক ব্যাটার।
যদিও শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে সেঞ্চুরির পর মুশফিক জানিয়েছেন টি-টোয়েন্টি থেকে অবসরের চিন্তা নেই তার। এ প্রসঙ্গে মুশফিক বলেছেন, ‘না, আপাতত আমার এমন কোনো ভাবনা নেই। আমার ইচ্ছে বাংলাদেশের হয়ে যত ম্যাচ খেলার সুযোগ আমার কাছে আসবে এবং আমাকে তারা যেভাবে চাইবে ইনশাআল্লাহ আমি চেষ্টা করে যাবো আমার ফিটনেস এবং পারফরম্যান্স দিয়ে সেটা করে দেখাতে।’
চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিন প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে ৫ হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন মুশফিক। এদিন তিনি ক্যারিয়ারের অষ্টম টেস্ট সেঞ্চুরিও তুলে নিয়েছেন। এমন পারফরম্যান্সের পরও সংবাদ সম্মেলনে তাকে অবসর নিয়ে প্রশ্ন শুনতে হয়েছে।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved