ঢাকা রিপোর্টার্স ইউনিটি'র (ডিআরইউ) সাবেক কার্যনির্বাহী সদস্য ও দৈনিক মানবকণ্ঠের চিফ রিপোর্টার জাহাঙ্গীর কিরণকে হত্যার হুমকির ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে ডিআরইউ। এই ঘটনায় রাজধানীর খিলখেত থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
শুক্রবার (১২ ডিসেম্বর, ২০২৫) এক বিবৃতিতে ডিআরইউ কার্যনির্বাহী কমিটির পক্ষে সভাপতি আবু সালেহ আকন এবং সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন। একইসঙ্গে হুমকীদাতাদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য আইনশৃঙ্খলাবাহীনির প্রতি আহ্বান জানান।
সাংবাদিক জাহাঙ্গীর কিরণ জিডিতে উল্লেখ করেন, বৃহস্পতিবার সন্ধ্যায় আমি খিলক্ষেতের বড়য়ায় মানবকণ্ঠের অফিসে সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে বার্তা সম্পাদক সিকান্দার ফয়েজের সঙ্গে নিউজ সংশ্লিষ্ট বিষয়ে মিটিং করার সময় আমার মোবাইল নাম্বারে ০১৭১২-৪৬০২৬৯ তে ০১৯০১-২০৪২০১ নাম্বার থেকে বেশ কয়েকটি কল আসে। জরুরি মনে করে মিটিংয়ের মধ্যেই আমি ফোন রিসিভ করি। আর সঙ্গে সঙ্গেই উক্ত নাম্বার থেকে কল করে অপরিচিত ব্যাক্তি আমাকে অকথ্য ভাষায় গালাগাল শুরু করে। আমি তাকে তার পরিচয় জানতে চাইলে সে কিশোরগঞ্জের নিকলী উপজেলার নাঈম বলে জানায়। এসময় আমাকে কথা বলার সুযোগ না দিয়ে বাবা, মা তুলে গালাগাল শুরু করে। 'তোর চিফ রিপোর্টারগিরি ছুটায়ে দিবো বলে অকথ্য ভাষায় গালাগাল করার এক পর্যায়ে আমাকে হত্যার হুমকি দিয়ে ফোন রেখে দেয়। পরবর্তীতে তার বিষয়ে খোঁজ খবর নিয়ে জানতে পারি সে কিশোরগঞ্জ জেলার নিকলী থানাধীন বড়হাটি গ্রামের লোক। তার পুরো নাম সাজ্জাদুল হক নাঈম। বাবার নাম সাঈদ এবং মায়ের নাম মদিনা। এলাকায় সে দুষ্কৃতিকারী হিসেবে পরিচিত।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved