কবিতা :- জন্মেছি যে দেশে।
লেখক :- মোঃ সোহরাব হোসেন খান(অনন্ত মৈত্রী)
জন্মেছি যে দেশে
রক্তের নদী রয়েছে সে দেশে,
রক্তমাখা এক খন্ড ভূমি এই ধরিত্রীতে
জন্ম মোর এই বাংলাদেশে।।
জন্মেছি যে দেশে
লাশের গন্ধ ভাসে সে দেশে,
বীরত্বের ইতিহাস লিখা রক্তের কালিতে
জন্ম মোর এই বাংলাদেশে।।
জন্মেছি যে দেশে
বীরত্বের বীজ বপন করা সে দেশে,
মৃত্যু যেন পালিয়ে যায় সেই বীরত্বের সামনে
জন্ম মোর এই বাংলাদেশে।।
জন্মেছি যে দেশে
রক্তে রঞ্জিত ভূমি সে দেশে,
সাত শ্রেষ্ঠ বীর যে দেশে ঘুমিয়ে আছে
জন্ম মোর এই বাংলাদেশে।।
জন্মেছি যে দেশে
দেশের প্রয়োজনে জীবন দেয় সে দেশে,
এমনই জননী রয়েছে সে দেশে
জন্ম মোর এই বাংলাদেশে।।
জন্মেছি যে দেশে
পরাধীনতার ঠাঁই নেই সে দেশে,
স্বাধীনতার জন্যে জীবন দেয় অনায়াসে
জন্ম মোর এই বাংলাদেশে।।
জন্মেছি যে দেশে
রক্তের স্রোত প্রবাহিত হয়েছে সে দেশে,
এমন বীরত্বই ধরিত্রী দেখেছে
জন্ম মোর এই বাংলাদেশে।।
জন্মেছি যে দেশে
লাল সবুজের পতাকা সে দেশে ,
সবেই সেই পতাকার মর্যাদা লালন করে
জন্ম মোর এই বাংলাদেশে..
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved