ঢাকার মোহাম্মদপুরের আলোচিত ডাবল মার্ডার মামলার এজাহার ভুক্ত আসামী আয়েশা আক্তার (২০)-কে গ্রেপ্তার করেছে মোহাম্মদপুর থানার একটি চৌকোস টিম।
বুধবার (১০ ডিসেম্বর) ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের কয়ারচর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এ সময় তার স্বামী জামাল সিকদার রাব্বিকেও আটক করা হয়েছে। জামাল সিকদার রাব্বি ওই এলাকার জাকির সিকদারের ছেলে।
মোহাম্মদপুর জোনের এসি আবদুল্লাহ আল মামুনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার এস আই মো. সহিদুল ইসলাম মাসুদ জানান,গোপন সংবাদের ভিত্তিতে এবং তথ্য প্রযুক্তির সহায়তায় খবর পেয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞেসা বাদে সে জানিয়েছে, গৃহকর্তার বাসা থেকে কিছু মালামাল সে চুরি করেছিল। পরে এ নিয়ে ধস্তাধস্তি হলে সে দুই জনকে ছুড়ি দিয়ে কুপিয়ে হত্যা করে।
গ্রেপ্তারকৃত আয়েশা আক্তার নরসিংদী জেলার সলিমগঞ্জ এলাকার রবিউল ইসলামের মেয়ে।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved