
ইমন মাহমুদ লিটন, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের ভৈরবে কুকুরকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে আল আমিন নামে এ টমটম চালকের মৃত্যু হয়েছে। এতে টমটমে থাকা ৩ জন ডেকোরেশন কর্মী লাফিয়ে পড়ে আহত হয়েছে।
আজ বুধবার (১০) ডিসেম্বর সকাল ৮ টায় উপজেলার গজারিয়া ইউনিয়নের বাঁশগাড়ি জিল্লুর রহমান স্কুল এন্ড কলেজ এর সামনের সড়কে এই ঘটনা ঘটে। এ তথ্য নিশ্চিত করেছেন ভৈরব থানা অফিসার ইনচার্জ আতাউর রহমান আকন্দ।
নিহত আল আমিন কুলিয়ারচর উপজেলার ছয়সূতি ইউনিয়নের দাড়িয়াকান্দি গ্রামের উত্তর কান্দা এলাকার পণ্ডিত মিয়ার ছেলে।
নিহতর চাচাতো তামিম বলেন, আল আমিন ৮বছর যাবত দারিয়া কান্দি বাজারের আব্দুর রহমানের এ আর সাউন্ড সিস্টেম ডেকোরেশনের টমটম ড্রাইভার হিসেবে কাজ করেন। সকালে লুন্দিয়া হতে ওয়াজ মাহফিলে মালামাল নিয়ে শম্ভুপুর অন্য একটি মাফিলের প্রোগ্রামে যাওয়ার পথে বাঁশগাড়ি সড়কে কুকুর কে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ঘটনাস্থলে মৃত্যু বরণ করেন।
স্থানীয়রা ও পুলিশ সূত্রে জানা যায়, সকাল ৮টায় বাঁশগাড়ি জিল্লুর রহমান স্কুল এন্ড কলেজ এর সামনের সড়কে একটি কুকুরকে বাঁচাতে গিয়ে খাদে পড়ে যায় ডেকোরেশন মালামাল ভর্তি টমটম। এসময় চালক টমটমসহ গাছের সাথে ধাক্কা খেয়ে ঘটনাস্থলে মৃত্যু বরণ করে। টমটমে থাকা ডেকোরেশন কর্মীরা লাফিয়ে পড়ে আহত হয়। স্থানীয়রা ছুটে এসে আহতদের উদ্ধার করে ও থানা পুলিশকে খবর দেয়।
ভৈরব থানা অফিসার ইনচার্জ আতাউর রহমান আকন্দ বলেন,দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্হলে যায়। মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসি। স্হানীয়দের সাথে কথা বলে জানা যায় সকাল ৮টায় ডেকোরেশন মালামাল নিয়ে শম্ভুপুর যাওয়ার পথে বাঁশগাড়ি সড়কে কুকুরের প্রাণ বাঁচাতে গিয়ে টমটমটি খাদে পড়ে গিয়ে আল আমিন ঘটনাস্থলে নিহত হয়। সাথে থাকা কর্মীরা লাফিয়ে পড়ে আহত হয়। এবিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved