মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বিএনপি নেত্রী রাহা মাহমুদা পলি এশিয়ান টিভির সাংবাদিক আব্দুল বাতেন-এর বিরুদ্ধে প্রতারণা, মিথ্যা তথ্য প্রচার ও ব্যক্তিগত মানহানির গুরুতর অভিযোগ তুলেছেন।
পলি জানান, তিনি বিএনপি নেতা আমানউল্লাহ আমান-এর বিরুদ্ধে বিভিন্ন ডকুমেন্টস, তথ্যপ্রমাণ এবং ভিডিও সাক্ষাৎকার সাংবাদিক বাতেনের কাছে তুলে দেন। তার মা ও তিনি সরাসরি ক্যামেরার সামনে বক্তব্য দিলেও, সাংবাদিক বাতেন সেগুলো প্রচার না করে নিজের ইচ্ছামতো মনগড়া, অসত্য ও প্রমাণহীন বক্তব্য প্রচার করেছেন।
অভিযোগে পলি আরও বলেন, সাংবাদিক আব্দুল বাতেন স্থানীয় কিছু সুযোগসন্ধানী ছাত্রদল–আওয়ামী লীগপন্থী মহলের প্রভাবে তার নামে অপপ্রচার ছড়িয়েছেন। বিশেষ করে কেন্দ্রীয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ আমান, মানিকগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভ ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সজীব—এই তিনজনের স্বার্থ রক্ষার্থে তার সাক্ষাৎকার বিকৃত করা হয়েছে।
রাহা মাহমুদা পলি অভিযোগ করে বলেন—“আমি যে তথ্য, সাক্ষাৎকার ও ডকুমেন্টস দিয়েছি, তার কিছুই প্রচার করা হয়নি। বরং প্রমাণ ছাড়া আমার নামে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে। একজন সাংবাদিক হয়ে এভাবে সত্য গোপন করে বিভ্রান্তিকর সংবাদ করা সম্পূর্ণ অনৈতিক।”
তিনি আরও জানান, তার সম্মানহানি ও মানহানিকর প্রচারণার কারণে তিনি ইতিমধ্যে সাংবাদিক আব্দুল বাতেনের বিরুদ্ধে মানহানীর মামলা করার সিদ্ধান্ত নিয়েছেন।
ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি করেছে। স্থানীয় রাজনৈতিক মহলেও বিষয়টি নিয়ে উত্তেজনা বিরাজ করছে।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved