মোঃ আইয়ুব আনছারী, ঠাকুরগাঁও প্রতিনিধি: দিনাজপুরের বিরল আইসিপিতে বাংলাদেশের অভ্যন্তরে গত ০৯ ডিসেম্বর ২০২৫ তারিখ ১১০০ হতে ১৩০০ ঘটিকা পর্যন্ত বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এর সেক্টর কমান্ডার পর্যায়ের সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয়েছে। বিরল সীমান্তের নিকটবর্তী দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর বিরল আইসিপিতে এই সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয়।
বিএসএফ প্রতিনিধিদল বিরল আইসিপিতে উপস্থিত হলে বিজিবি সেক্টর কমান্ডারগণ এবং ব্যাটালিয়ন অধিনায়কবৃন্দ তাদের অভ্যর্থনা জানান।
এই সৌজন্য বৈঠকে বিজিবি’র ১৪ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বিজিবি দিনাজপুর সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান, বিজিবিএম, পিবিজিএম, পিএসসি এবং বিএসএফ এর ১৫ জন প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন বিএসএফ কিষাণগঞ্জ সেক্টরের সেক্টর কমান্ডার ডিআইজি শ্রী ইশ আউল। এই সৌজন্য বৈঠকে ঠাকুরগাঁও সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ সুরুজ মিয়া, বিজিবিএম, পিএসসি এবং অধীনস্থ ব্যাটালিয়নসমূহের অধিনায়কবৃন্দসহ অন্যান্য স্টাফ অফিসার যোগদান করেন। অন্যদিকে বিএসএফ কিষাণগঞ্জ সেক্টরের পক্ষেও ০৫ জন ব্যাটালিয়ন কমাড্যান্টসহ অন্যান্য অফিসার ও প্রতিনিধিবর্গ এই সৌজন্য বৈঠকে উপস্থিত ছিলেন।
বিজিবি সূত্র থেকে জানা যায়, সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পারস্পরিক সম্পর্ক উন্নয়ন ও ভ্রাতৃত্ববোধ বৃদ্ধির জন্যই মূলত এই বৈঠক অনুষ্ঠিত হলেও প্রাসংগিক সকল বিষয়ই এই সৌজন্য বৈঠকে আলোচনা করা হয়েছে। বৈঠকে সীমান্ত হত্যা ও মাদক চোরাচালান শূন্যের কোটায় নামিয়ে আনাসহ অবৈধ সীমান্ত পারাপার, উভয় দেশের সীমান্ত বাহিনীর মধ্যে পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখা, নিয়মিত যোগাযোগ রক্ষা করা এবং সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে সীমান্ত অপরাধ কমিয়ে আনার ব্যাপারে উভয় পক্ষই একযোগে কাজ করার ব্যাপারে দৃঢ় আশবাদ ব্যক্ত করেন।
পরিশেষে সীমান্তে শান্তিপূর্ণ অবস্থা নিশ্চিত করার লক্ষ্যে প্রয়োজনীয় সকল কার্যক্রম গ্রহণের জন্য উভয় পক্ষের অঙ্গীকারের মাধ্যমে বিজিবি-বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ের সৌজন্য সাক্ষাত অত্যন্ত সৌহার্দপূর্ণ ও আন্তরিকতাপূর্ণ পরিবেশে সমাপ্ত হয়।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved