
এমরান হোসেন, জামালপুর প্রতিনিধি ।।
জামালপুরের শিক্ষার্থীরা নতুন বইয়ের সুঘ্রাণে মাতোয়ারা। বৈশ্বিক মহামারি করোনার কারণে বিগত বছর যেমন ‘বই উৎসব’ হয়নি, তেমনি এ বছরও হচ্ছে না। তবে উৎসব না হলেও শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হচ্ছে। নতুন বই হাতে পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা।
শনিবার (১ জানুয়ারি) সারাদেশের ন্যায় জামালপুরে সিংহজানী বালিকা বিদ্যালয়েও এ বই বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ইঞ্জিনিয়ার মোঃ মোজাফফর হোসেন।
এসময় শিক্ষার্থীরা বলেন, আমরা বছরের শুরুতেই স্কুলে আসতে পেরে এবং নুতন পাঠ্যবই হাতে পেয়ে খুব খুশি ও আনন্দিত।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- পৌর মেয়র আলহাজ্ব মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন, অত্র বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved