রাজধানীর বিভিন্ন বাজারে পেঁয়াজের দাম হঠাৎ বেড়ে গেছে। রাজধানীর কারওয়ান বাজার, মোহাম্মদপুর টাউন হল, কৃষি মার্কেট ও উত্তরার হজ ক্যাম্পে এক কেজি পেঁয়াজের দাম ১৫০ টাকা ছাড়িয়েছে। এক সপ্তাহের ব্যবধানে কেজিতে দাম বেড়েছে ২০-৩০ টাকা।
দোকানিরা জানান, নতুন আগাম পেঁয়াজ এখনো বাজারে আসেনি এবং পেঁয়াজ আমদানির অনুমতি মেলেনি। ফলে বাজারে সরবরাহ কমে দাম বেড়েছে। আজ দুপুরে কারওয়ান বাজারে পাবনার ভালো মানের পুরোনো পেঁয়াজ প্রতি পাল্লা বিক্রি হচ্ছে ৭৫০ টাকায়। খুচরা কিনলে প্রতি কেজির দাম ১৬০ টাকা, তবে ১৪০ টাকায়ও পাওয়া যাচ্ছে। কারওয়ান বাজারে দু-একটি দোকানে আগাম পেঁয়াজ এসেছে, প্রতি কেজির দাম ১২০-১৩০ টাকা।
পাবনার বোয়ালমারী বাজারে পাইকারি পেঁয়াজের দাম বৃহস্পতিবার ও শুক্রবার হঠাৎ বেড়ে প্রতি মণ ৪ হাজার ৫০০ থেকে ৪ হাজার ৬০০ টাকায় (প্রতি কেজি ১১২-১১৫ টাকা) পৌঁছেছে। সরবরাহ বাড়ায় শনিবার দাম আবার কমে সাড়ে ৩ হাজার টাকায় নেমেছে।
ট্যারিফ কমিশন পর্যালোচনা করে জানায়, নভেম্বর-ডিসেম্বর মাসে প্রতিবছর পেঁয়াজের দাম বাড়ে। এর প্রধান কারণ হলো: উৎপাদন থেকে ভোক্তা পর্যন্ত মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য, পেঁয়াজ সংরক্ষণের অভাব, মৌসুমের শেষ পর্যায় এবং বৃষ্টিতে পেঁয়াজের ক্ষতি।
কারওয়ান বাজারের বিক্রেতা নীরব মিয়া জানিয়েছেন, ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহের পর নতুন পেঁয়াজ বাজারে আসতে শুরু করবে। তখন দাম ৭০-৮০ টাকার মধ্যেই নেমে আসবে।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved