দীর্ঘদিন ধরে বায়ুদূষণের কবলে পরেছে রাজধানী ঢাকা। শীতের সময় এ দূষণ যেন মাত্রা ছাড়িয়ে যায়। আজও শহরটির বাতাসের মান ‘খুব অস্বাস্থ্যকর’। আজ দূষণের তালিকার শহরটি রয়েছে তৃতীয় স্থানে।
শনিবার (৬ ডিসেম্বর) সকাল ৮টার দিকে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী, ২৪১ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় তৃতীয় অবস্থানে উঠে এসেছে রাজধানী ঢাকা। বায়ুমানের এ স্কোর নাগরিকদের জন্য ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়।
আইকিউএয়ারের তথ্যানুযায়ী, ইরাকের বাগদাদ বিশ্বের দূষিত শহরের তালিকার শীর্ষে রয়েছে। ২৭৩ স্কোর নিয়ে প্রথম অবস্থানে রয়েছে শহরটি। এই শহরের বাতাসও ‘খুব অস্বাস্থ্যকর’।
এদিকে ভারতের দিল্লির বাতাসও ‘খুব অস্বাস্থ্যকর’ অবস্থায় রয়েছে। শহরটি ২৬৫ স্কোর নিয়ে শীর্ষ দুইয়ে অবস্থান করছে। দেশটির আরেকটি শহর কোলকাতার বাতাসের কিছুটা উন্নতি হয়েছে। ১৯৫ স্কোর নিয়ে এই শহর তালিকার চতুর্থ অবস্থানে রয়েছে। তবে এই স্কোরকে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়। আর ভারতের মুম্বাইয়ের বাতাসও অস্বাস্থ্যকর বিবেচনা করছে আইকিউএয়ার। শহরটি ১৬৫ স্কোর নিয়ে তালিকার অষ্টম স্থানে রয়েছে।
একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।
২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেয়া হয়ে থাকে। এছাড়া ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা একিউআই ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved