আজ ৫ই ডিসেম্বর বাদ জুম্মা বায়তুল মোকাররমের উত্তর গেটে জাতীয় ঐক্যজোট এর উদ্যোগে জাতীয় জোটের প্রধান সমন্বয়কারী আলহাজ্ব আলতাফ হোসাইন মোল্লার সভাপতিত্বে ও বাংলাদেশ মুসলিম সমাজের চেয়ারম্যান জোটের মুখপাত্র মোঃ মাসুদ হোসেনের পরিচালনায় বিক্ষোভ সমাবেশে ও গণমিছিল অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে নেতৃবৃন্দ বলেন, এই মুহূর্তে দেশে জাতীয় নির্বাচনের কোন পরিস্থিতি নাই। আদালত চত্বরে গুলি করে মানুষ হত্যা, দেশের বিভিন্ন জায়গায় হত্যা, নির্যাতন, সন্ত্রাসী কর্মকাণ্ড নিত্যদিনের সঙ্গী। আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি হয়েছে। এখনো পর্যন্ত সরকার লুট হয়ে যাওয়া অবৈধ অস্ত্র উদ্ধার করতে সক্ষম হয়নি। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের উপর গুলিবর্ষণ, হামলা, নির্যাতন চলছে। একই দিনে গণ ভোট ও জাতীয় নির্বাচনের ঘোষণা পাগলের প্রলাপ ছাড়া আর কিছুই নয়। জাতি এ ধরনের নির্বাচন চায় না।
নেতৃবৃন্দ বলেন, দেশ ও জনগণের স্বার্থে সরকারকে আগে গণ ভোটের মাধ্যমে তাদের বৈধতা নিয়ে গণপরিষদ গঠন করে কোরআন সুন্নাহ ভিত্তিক নতুন সংবিধান প্রণয়ন করে গণপরিষদের নির্বাচনের মাধ্যমে দেশকে ভবিষ্যতে সুশৃংখল রাষ্ট্রে পরিণত করতে হবে। বর্তমান তরুণ প্রজন্মের কাছে এ সরকারের দায়বদ্ধতা আছে। তাদের গণ আন্দোলনের মাধ্যমে ফ্যাসিবাদ বিতাড়িত হয়েছে ও বর্তমান সরকার গঠনের সুযোগ সৃষ্টি হয়েছে।
বিক্ষোভ সমাবেশ শেষে দাবি আদায়ের লক্ষ্যে বায়তুল মোকাররম উত্তর গেট থেকে জাতীয় প্রেসক্লাব পর্যন্ত গণমিছিল অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন জাতীয় ঐক্যজোটের সমন্বয়কারী ইঞ্জিনিয়ার সৈয়দ আব্দুল হান্নান আল হাদী, ইঞ্জিনিয়ার বেলাল হোসেন, মোহাম্মদ আতাউল্লাহ খান, মাওলানা মোহাম্মদ শরীফ হাজারী, রফিকুল ইসলাম ভূঁইয়া, মুজাম্মেল হক মিয়াজী, আবু হানিফ প্রমুখ জাতীয় নেতৃবৃন্দ।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved