মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি: ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত ও প্রান্ত স্পেশালাইজড হসপিটাল (প্রাঃ) লিঃএরসহযোগিতায় ময়মনসিংহ সার্কিট হাউজ মাঠে অনুষ্ঠিত ময়মনসিংহ প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগ ২০২৫-২০২৬ এর শুভ উদ্বোধন করা হয়।
আজ ৫ ডিসেম্বর শুক্রবার সকাল সাড়ে ৯ টায় বেলুন উড়িয়ে শুভ উদ্ধোধন করা হয়েছে।
ময়মনসিংহ ঐতিহাসিক সার্কিট হাউজ মাঠে অনুষ্ঠিত এ প্রিমিয়ার লীগের উদ্ধোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রান্ত স্পেশালাইজড হসপিটাল (প্রাঃ)লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মনসুর আলম চন্দন।
এ উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল আমিন। আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও জেলা ক্রীড়া সংস্থার সন্মানিত সদস্য এনামুল হক আকন্দ লিটন, জেলা ক্রীড়া সংস্থার সদস্য বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব মাহবুবুল আলম।সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন ময়মনসিংহ জেলা ক্রীড়া অফিসার আল আমীন ।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved