মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি: তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আয়োজনে ময়মনসিংহে মামলা পরিচালনায় সহায়ক আইনকানুন, এসএফ লেখার কৌশল এবং করণীয় সংক্রান্ত দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। আজ ০৪ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের অংশগ্রহণে অনুষ্ঠিত প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে জুম প্লাটফর্মের মাধ্যমে ভার্চুয়ালি অংশগ্রহণ করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা।
প্রশিক্ষণে বক্তব্য প্রদানকালে প্রধান অতিথি বলেন, চলার পথে আইন মেনে চলার প্রয়োজনীয়তা রয়েছে। আইন ন্যায়বিচার নিশ্চিত করে। সরকারি কর্মচারিদের কার্যক্রম পরিচালনায় প্রয়োজনীয় ও সংশ্লিষ্ট আইনসমূহ সম্পর্কে জ্ঞান থাকতে হবে। কেবল আইন নয়, আইনের প্রয়োগবিধি সম্পর্কে জানাও জরুরি। আইন এবং আইনের ধারাসমূহ সম্পর্কে জ্ঞানলাভের মধ্য দিয়ে একজন কর্মকর্তা একইসঙ্গে ব্যক্তিগত এবং নিজ প্রতিষ্ঠানকে বিভিন্ন আইনি জটিলতা মোকাবিলায় কার্যকর পদক্ষেপ গ্রহণের সক্ষমতা অর্জন করে।
তিনি আরো বলেন, সরকারি কর্মচারিদের আইনের বিধিবিধানসমূহ মেনেই দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করতে হয়। প্রশাসনিক দক্ষতা বৃদ্ধিতেও সরকারি আইন সম্পর্কে সম্যক জ্ঞান থাকা জরুরি। আইন সম্পর্কে জ্ঞান কেবল পেশাগতভাবেই নয়, ব্যক্তিগত পর্যায়েও নিজেকে সমৃদ্ধ করে তোলে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা প্রশাসক মো. সাইফুর রহমান। তিনি আশাপ্রকাশ করে বলেন, এই প্রশিক্ষণ অংশগ্রহণকারীদের জন্য প্রত্যাশিত ভূমিকা রাখবে। কর্মকর্তা-কর্মচারীদের জন্য আইন বিষয়ক আজকের এই কর্মসূচি তাদেরকে সংশ্লিষ্ট বিষয়ে ধারণা দেবে।
কয়েকটি সেশনে পরিচালিত প্রশিক্ষণের বিভিন্ন পর্বে প্রশিক্ষণার্থীদের প্রত্যক্ষ অংশগ্রহণের মধ্য দিয়ে প্রশিক্ষকগণ সরকারি চাকরি আইন-২০১৮, সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপীল) বিধিমালা-২০১৮, মামলা সংশ্লিষ্ট আইনসহ প্রতিষ্ঠান পরিচালনা সংক্রান্ত বিভিন্ন আইন ও বিধিমালা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। প্রশিক্ষণে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আওতাধীন ময়মনসিংহ আঞ্চলিক তথ্য অফিস, ময়মনসিংহ বিভাগস্থ জেলা তথ্য অফিসসমূহ, বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতার, ময়মনসিংহের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved