সারা দেশের কৃষকরা সার সংকটে জর্জরিত। এ পরিপ্রেক্ষিতে আজ ৪ ডিসেম্বর ২০২৫ বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকায় চাষী মজদুর সংগ্রাম পরিষদের উদ্যোগে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। উক্ত মানববন্ধনে সভাপতিত্ব করেন শেখ নাসির উদ্দিন, সাধারণ সম্পাদক, বাংলাদেশ ভূমিহীন আন্দোলন। আরো বক্তব্য রাখেন- মোঃ মহসিন, দপ্তর সম্পাদক, বাংলাদেশ ভূমিহীন আন্দোলন, মোঃ আরিফুল ইসলাম জুয়েল, সাংগঠনিক সম্পাদক, রাষ্ট্র সংস্কার কৃষক আন্দোলন, মিলি বেগম, সদস্য, বাংলাদেশ ভূমিহীন আন্দোলন। হেনা আক্তার, সদস্য, বাংলাদেশ ভূমিহীন আন্দোলন। উক্ত মানববন্ধনের সঞ্চলনা করেন চাষী মাসুম, আহবায়ক, কৃষক সমিতি।
আজকের কর্মসূচিতে শেখ নাসির উদ্দিন বলেন, সার সংকটের সমাধান না হলে খাদ্য সংকটের সম্মুখীন হবে।
অন্যান্য বক্তারা এই সংকট সমাধানে প্রধান উপদেষ্টা ও কৃষি উপদেষ্টার আশু পদক্ষেপ দাবী করেন।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved