সিলেটের কানাইঘাট সীমান্ত এলাকায় ভারতীয় খাসিয়াদের গুলিতে শাকিল আহমেদ (১৮) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।
গত রবিবার বিকেলের দিকে এ ঘটনা ঘটে। তিনি কানাইঘাটের মমতাজগঞ্জ প্রান্তিছড়া এলাকার আব্দুর রউফের ছেলে। তিনি প্রায় পাঁচশ’ মিটার ভেতরে ভারতীয় ভূখণ্ডে গুলিবিদ্ধ হন বলে জানা গেছে।
জকিগঞ্জ ব্যাটালিয়নের বিজিবি কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মো. জুবায়ের আনোয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, শাকিল অবৈধভাবে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করেছিলেন। সেখানে খাসিয়াদের ছোড়া গুলিতে তিনি আহত হন।
গুলিবিদ্ধ অবস্থাতে তার সঙ্গীরা তাকে বাংলাদেশে নিয়ে আসে। পরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয় বলে জানান কানাইঘাট থানার ওসি আব্দুল আওয়াল। তিনি বলেন, শাকিলসহ কয়েকজন ভারত সীমান্তে সুপারি সংগ্রহ ও পাচারের জন্য প্রবেশ করেছিলেন।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved