ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসইর) সদস্যভুক্ত ট্রেকহোল্ডার বা ব্রোকারেজ হাউস কে এইচ বি সিকিউরিটিজ লিমিটেড (ট্রেক নম্বর–১৪৩) এর অনিয়ম ও আইন লঙ্ঘনের অভিযোগে তদন্ত করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
দেশের পুঁজিবাজারে মধ্যস্থতাকারী এ প্রতিষ্ঠানের সার্বিক কার্যক্রম খতিয়ে দেখতে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। শর্ত সাপেক্ষে আগামী ৬০ কর্মদিবসের মধ্যে কমিটিকে অনুসন্ধান প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
জানা গেছে, আনুষ্ঠানিক চুক্তি ছাড়াই ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স লিমিটেড থেকে ৮ কোটি টাকার অনিরাপদ ঋণ নিয়েছে কে এইচ বি সিকিউরিটিজ লিমিটেড। এ বিষয়টি তদন্ত করে দেখবে বিএসইসির অনুসন্ধান কমিটি। সম্প্রতি এ সংক্রান্ত আদেশ বিএসইসির মার্কেট ইন্টেলিজেন্স অ্যান্ড ইনভেস্টিগেশন ডিভিশন থেকে জারি করা হয়েছে এবং তা কে এইচ বি সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক বা প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।
তদন্ত কমিটির সদস্য- বিএসইসির অতিরিক্ত পরিচালক মো. ইউসুফ ভূঁইয়া, বিএসইসির সহকারী পরিচালক মো. কামাল হোসেন, ডিএসইর ব্যবস্থাপক মোহাম্মদ ইকরাম হোসেন।
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন মনে করছে, পুঁজিবাজার এবং সাধারণ বিনিয়োগকারীদের বৃহত্তর স্বার্থে কে এইচ বি সিকিউরিটিজের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো তদন্ত করা প্রয়োজন। এ কারণে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অর্ডিন্যান্স, ১৯৬৯ এর সেকশন ২১ এবং বিএসইসি আইন, ১৯৯৩–এর ধারা ১৭(ক) অনুযায়ী তিন সদস্যকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে।
তদন্ত কমিটি যেসব বিষয় খতিয়ে দেখবে- আনুষ্ঠানিক চুক্তি ছাড়াই ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স থেকে নেওয়া ৮ কোটি টাকার অনিরাপদ ঋণ। যাচাইযোগ্য নয় এমন লিজ অ্যাকাউন্টের সমন্বয়। ২০ কোটি ৩০ লাখ টাকার অ-উদ্ধৃত শেয়ারে অনিরাপদ বিনিয়োগ। শেয়ারহোল্ডার পি অ্যান্ড এল ইন্টারন্যাশনাল লিমিটেড–এর সঙ্গে সম্পর্কিত সম্ভাব্য নিয়ন্ত্রক ঝুঁকি। ২০১৯ সালের মার্চ থেকে আরজেএসসিতে ফাইলিংসহ বিভিন্ন নন-কমপ্লায়েন্স। অন্যান্য প্রাসঙ্গিক অনিয়ম ও আর্থিক ঝুঁকি।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved