
লিটন পাঠান, হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী মো: আফরোজ হোসাইন(১৪) এর হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসীর দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা। বুধবার (৩-ডিসেম্বর) ২০২৫ইং দুপুর ১ টায় মাধবপুর উপজেলা পরিষদের সামনে ঢাকা সিলেট মহাসড়কে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের পাশাপাশি উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও বিপুল সংখ্যক অভিভাবক। বক্তব্য রাখেন মাধবপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম সাইফুল ইসলাম, শিক্ষক জুনাইদ আহমেদ লস্কর, শাহানা আক্তার,আবদুল কুদ্দুস প্রমূখ।
বক্তারা আফরোজ হোসাইন এর হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের মাধ্যমে ফাঁসির দাবি জানান। উল্লেখ্য গত বৃহস্পতিবার সকালে উপজেলার আদাঐর ইউনিয়নের আদাঐর গ্রামে স্কুলের পরিক্ষা দিতে যাওয়ার সময় প্রতিপক্ষের হাতে মাধবপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র আফরোজ হোসাইন গুরুতর আহত হন । প্রথমে তাকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করেন। ঢাকার পপুলার হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় শনিবার বিকেল তার মৃত্যু হয়। নিহত আফরোজ মিয়া আদাঐর গ্রামের মুক্তার মিয়ার ছেলে।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved