বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের নবগঠিত কমিটি আনুষ্ঠানিকভাবে অনুমোদিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সাবেক সভাপতি এ.কে.এম. মিজান-উর-রশিদ চৌধুরী। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নুরুল হক (হারুন)।
নবগঠিত কমিটি ঘোষণা ও অনুমোদন করেন সংগঠনের সাবেক আহ্বায়ক কমিটির সদস্য সচিব মোঃ আলমগীর হোসেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সব স্তরের নেতৃবৃন্দ, যারা কমিটির ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, পুঁজিবাজারের চলমান সমস্যা ও সম্ভাবনা এবং বিনিয়োগকারীর স্বার্থরক্ষায় ঐক্য পরিষদের ভূমিকা নিয়ে বিস্তারিত বক্তব্য রাখেন।
নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন—পুঁজিবাজারকে সুশাসন, স্বচ্ছতা ও আস্থার পথে এগিয়ে নিতে এই নবগঠিত কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিনিয়োগকারীদের অধিকার রক্ষায় ঐক্য পরিষদ সবসময় একতাবদ্ধভাবে কাজ করবে বলেও আশাবাদ ব্যক্ত করা হয়।
অনুষ্ঠানটি একটি নতুন সূচনা হিসেবে বিবেচিত হচ্ছে, যেখানে পুঁজিবাজার সংশ্লিষ্ট সবার সহযোগিতা এবং সম্মিলিত প্রচেষ্টায় একটি স্থিতিশীল ও শক্তিশালী বাজার গঠনের প্রত্যয় ব্যক্ত করা হয়।
বিনিয়োগকারী ঐক্য পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছেন
সভাপতি কাজী মোঃ নজরুল ইসলাম
সাধারণ সম্পাদক মোঃ সাজ্জাদুল হক
সাংগঠনিক সম্পাদক মো:মহসীন
অর্থ সম্পাদক মো:সাজ্জাদুর রহমান
দপ্তর সম্পাদক আনোয়ার হোসেন খান
প্রচার সম্পাদক বখতিয়ার হোসেন
ধর্ম বিষয়ক সম্পাদক মো:আবুল হোসেন
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved