মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি: ময়মনসিংহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৩,৬৫০ পিস ইয়াবা ও মাদক বিক্রির ৩,৬০,৬৪০ টাকাসহ কুখ্যাত মাদক এক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ময়মনসিংহবিভাগীয় গোয়েন্দা কার্যালয়, এঁর সহকারী পরিচালক মোঃ কাওসারুল হাসান রনি নেতৃত্বে কোতোয়ালী মডেল থানাধীন রঘুরামপুর দক্ষিণ টানপাড়া এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মোঃ তানভীর হোসেন খান (৩৫), পিতাঃ মোঃ আলতাবুর রহমান, মাতাঃ তুলেনা আক্তার, সাং- মধুপুর, ওয়ার্ড নং- ০১, ইউপি- ২নং সহতা, থানা- বারহাট্টা, জেলা- নেত্রকোনাকে ৩,৬৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির ৩,৬০,৬৪০/- (তিন লক্ষ ষাট হাজার ছয়শত চল্লিশ) টাকাসহ গ্রেফতার করা হয়। অতঃপর পরিদর্শক জনাব খন্দকার ইকবাল হোসেন বাদী হয়ে আসামীর বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved