বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বন্ধ কারখানাগুলো আবার কীভাবে চালু করতে পারি, প্রতিষ্ঠানগুলোতে কীভাবে এই মানুষদের কর্মসংস্থান ফিরিয়ে দিতে পারি সেটা আবার ভেবে দেখা দরকার।
বন্ধ কারখানাগুলো আবার কীভাবে চালু করতে পারি, প্রতিষ্ঠানগুলোতে কীভাবে এই মানুষদের কর্মসংস্থান ফিরিয়ে দিতে পারি সেটা আবার ভেবে দেখা দরকার বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, গত ১৫ বছর যারা ব্যাংক লুট করেছে, দেশে লুটপাট করেছে, চুরি করেছ তাদের ধরেন, শাস্তি দেন। কিন্তু তাদের যে শিল্পকারখানা আছে, যেখানে হাজার হাজার মানুষ কাজ করছে, তারা যাবে কোথায়? আমরা এই বেকারত্ব সৃষ্টি করছি কেন? আমি মনে করি বিষয়টি আমাদের ভেবে দেখা উচিত।
শনিবার (২৯ নভেম্বর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁ হোটেলে আয়োজিত বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে তিনি এসব বলেন। ‘অর্থনীতির গণতান্ত্রিকীকরণ’ শীর্ষক অধিবেশনে তিনি সভাপতিত্ব করেন।
বিএনপির মহানচিব বলেন, ব্যবসায়ীদের বিষয়ে আমাদের ধারণা পাল্টাতে হবে। চোর ধরার চিন্তা থেকে বেরিয়ে বিশ্বাসের জায়গায় আসতে হবে। তাকে যদি বিশ্বাস না-ই করি তাহলে ব্যবসা করে তারা দেশের জন্য কী করবে।
তিনি বলেন, স্বাস্থ্য খাতে আমাদের আরো বেশি কাজ করতে হবে। দেশের শিক্ষা খাতের অবস্থা ভালো না। এই খাতকে একেবারে ঢেলে সাজাতে হবে। আমরা সরকারে আসলে এখানে বিশেষভাবে কাজ করব।
বিএনপির কাছে সবসময়ই অর্থনীতি গুরুত্ব পেয়েছে জানিয়ে মির্জা ফখরুল বলেন, বিএনপি যতবার সরকারে ছিল কেউ বলতে পারেনি আমরা অর্থনীতি ধ্বংস করেছি। বরং বলা হয়েছে ‘রাইজিং স্টার’।
আমাদের প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের ভিশন ছিল, কথা কম কাজ বেশি। তিনি অর্থনীতিকে অধিক গুরুত্ব দিতেন। বিএনপিও সেই কাজটিই করছে।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved