সিলেটের ওসমানীনগরে ছাত্রলীগ ক্যাডার হিসেবে চিহ্নিত বঙ্গবন্ধু ফাউন্ডেশন উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক সেলিম আহমদকে অবিলম্বে গ্রেপ্তার ও বিচারের দাবিতে মাঠে নেমেছে ছাত্রদল এবং ইসলামী ছাত্রশিবির। উপজেলা সদর, গুরুত্বপূর্ণ সড়ক, জনবহুল মোড় ও বাজার এলাকায় তাঁকে ‘হত্যা ও সন্ত্রাসের আসামি’ উল্লেখ করে ব্যানার–ফেস্টুন ও বিলবোর্ড টাঙানো হয়েছে। এসব পোস্টার ঘিরে এলাকায় উত্তেজনা চরমে পৌঁছেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সেলিম আহমদ সাবেক সিলেট সিটি মেয়র ও আওয়ামী লীগ নেতা আনোয়ারুজ্জামানের ঘনিষ্ঠ সহযোগী। ২০২৪ সালের জুলাই-পরবর্তী রাজনৈতিক সহিংসতার ঘটনায় খুনসহ অন্তত একাধিক মামলায় তার নাম রয়েছে বলে অভিযোগ উঠেছে। তার বাবা–ও আওয়ামী রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন।
অভিযোগকারীরা দাবি করছেন, দীর্ঘদিন ধরেই সেলিম পলাতক এবং প্রশাসন ইচ্ছাকৃতভাবে তাকে গ্রেপ্তার করছে না। ইসলামী ছাত্রশিবিরের নেতারা বলেছেন, “এমন একজন ভারী মামলার আসামি দেশে বা বিদেশে যেখানেই থাকুক, তাকে আইনের মুখোমুখি দাঁড়াতেই হবে। প্রয়োজন হলে ইন্টারপোলের সহযোগিতা নেন।
একই দাবি তুলেছে ছাত্রদল। তাদের ভাষায় জুলাই-পরবর্তী বাংলাদেশের রাজনীতিতে হত্যাকারীর কোনো আশ্রয় নেই। এতগুলো মামলার আসামি একজন ছাত্রলীগ ক্যাডার কিভাবে এখনো প্রকাশ্যে সোশ্যাল মিডিয়াতে সরকার ও ভিবিন্ন দলের সমালোচনা করে এটা জাতির সামনে লজ্জাজনক প্রশ্ন।
তারা আরও হুঁশিয়ারি দিয়ে ঘোষণা করেছে দাবি পূরণ না হলে আন্দোলন আরও কঠোর ও অবরোধধর্মী হবে।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved