স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি. এর উদ্যোগে গত ২৫ নভেম্বর ২০২৫ এ ব্যাংকের প্রধান কার্যালয়ে ‘ব্যাংকিং কার্যক্রমে শরি‘আহ পরিপালন’ শীর্ষক ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। উক্ত ওয়ার্কশপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের শরি‘আহ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান ড. মোহাম্মদ সাইফুল্লাহ ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের শরি‘আহ সুপারভাইজরি কমিটির সদস্য সচিব প্রফেসর ড. যুবাইর মোহাম্মাদ এহসানুল হক। ড. মোহাম্মদ সাইফুল্লাহ ইসলামী ব্যাংকিংয়ে নৈতিক মূল্যবোধ ও উন্নত আচরণের প্রয়োজনীয়তা এবং প্রফেসর ড. যুবাইর মোহাম্মাদ এহসানুল হক পরিচালন কার্যক্রমে শরি‘আহ অনুশীলনের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বক্তব্য প্রদান করেন। ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক জনাব মো. সিদ্দিকুর রহমান ওয়ার্কশপটি সঞ্চালনা করেন। শরি‘আহ সেক্রেটারিয়েট ডিভিশনের প্রধান জনাব কে. এম. রহমাতুল্লাহ শাখাসমূহের শরি‘আহ পরিপালন বিষয়ক প্রতিবেদন উপস্থাপন করেন।
শরি‘আহ সেক্রেটারিয়েট ডিভিশরেন মুরাকিবগণ ছাড়াও ব্যাংকের প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগের নির্বাহী ও কর্মকর্তাগণ ওয়ার্কশপে অংশ নেন। এ ছাড়া বিভিন্ন শাখার শাখাপ্রধান, ম্যানেজার অপারেশন্স ও ইনভেস্টমেন্ট ইনচার্জগণ ভার্চুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে ওয়ার্কশপে অংশগ্রহণ করেন।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved