মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়নের মনারকান্দি নিবাসী, প্রবীণ সাংবাদিক আব্দুল আজিজ মাহফুজ (৬৮) গতকাল শনিবার (২২ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে নিজ বাড়িতে মারা যান (ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন)। তার মৃত্যুর সংবাদে সাংবাদিকতা জগতসহ তার পরিবার, বন্ধু-বান্ধব, এবং গজারিয়া উপজেলা গভীর শোকের মধ্যে রয়েছে। মরহুমের নামাজে জানাজা আজ বাদ আছর তার নিজ বাড়িতে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন তার ছোট ভাই, ভবেরচর ওয়াজীর আলী হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ আবদুল গাফফার। প্রবীণ সাংবাদিক দীর্ঘদিন ধরে গজারিয়া উপজেলায় সাংবাদিকতার মাধ্যমে সমাজসেবার কাজে যুক্ত ছিলেন এবং তার কাজের মাধ্যমে অনেকের মন জয় করেছেন। তার মৃত্যুতে সমাজ ও সাংবাদিকতায় এক অপূরণীয় ক্ষতি হলো। মারহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে তার পরিবার, আত্মীয়-স্বজন এবং শোকার্তদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হচ্ছে।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved