ঢাকা, বাংলাদেশ - ১৭ নভেম্বর, ২০২৫: দেশের শীর্ষস্থানীয় আর্থিক প্রতিষ্ঠান কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি.; হোটেল দ্য কক্স টুডের সঙ্গে একটি ব্যবসায়ীক অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করেছে। সম্প্রতি কক্সবাজারে হোটেল দ্য কক্স টুডে প্রাঙ্গণে উভয় প্রতিষ্ঠানের প্রতিনিধিদের উপস্থিতিতে এ চুক্তি স্বাক্ষর হয়।
অনুষ্ঠানে কমিউনিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) কিমিয়া সাআদত -এর নেতৃত্বে ব্যাংকের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন হেড অব করপোরেট ব্যাংকিং ও হেড অব বিজনেস (ব্রাঞ্চ) ড. মো. আরিফুল ইসলাম এবং হেড অব এডিসি ও হেড অব এমডি’স কো-অর্ডিনেশন টিম মো. মামুন উর রহমান।
কমিউনিটি ব্যাংকের পক্ষে হেড অব কার্ডস জাহির আহমেদ এবং হোটেল দ্য কক্স টুডের পক্ষে অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার মোহাম্মদ আবু তালেব শাহ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষ থেকে চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হোটেল দ্য কক্স টুডের সিনিয়র ম্যানেজার (অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স) পলাশ দত্ত, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (রিজার্ভেশন) তাসবিহা আলম চৌধুরীসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এই ব্যবসায়ীক অংশীদারিত্বের ফলে কমিউনিটি ব্যাংকের অ্যাকাউন্ট হোল্ডার, কার্ডধারী, কর্মকর্তা-কর্মচারী ও স্টেকহোল্ডাররা হোটেল দ্য কক্স টুডেতে বিশেষ সুবিধা উপভোগ করতে পারবেন। এর মধ্যে রয়েছে: পিক সিজনে রুম ভাড়ার উপর ৪০% আর অফ-পিক সিজনে ৫০% ছাড়; খাবারে ১০% আর জিম সেবায় ২০% ছাড়।
গ্রাহকদের উন্নত লাইফস্টাইল সুবিধা প্রদান এবং সেবা ও অভিজ্ঞতা বাড়াতে এই সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved