
শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি বিএসআরএম স্টিল লিমিটেড ভ্যাট গোয়েন্দা অধিদপ্তরের তদন্তের পর ভ্যাট বাবদে ‘ফাঁকি দেওয়া’ ১৩ কোটি ৩০ লাখ টাকা সরকারি কোষাগারে জমা দিয়েছে।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ভ্যাট গোয়েন্দা অধিদপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, ২০১৬ সালের জুলাই থেকে ২০১৯ সালের জুন পর্যন্ত সময়ে ওই ভ্যাট বিএসআরএম ‘ফাঁকি দিয়েছিল’।
বিএসআরএম গ্রুপের দুই কারখানা চট্টগ্রামের ফৌজদারহাটের বিএসআরএম স্টিল মিলস লিমিটেড এবং সদরঘাটের বিএসআরএম স্টিল রি-রোলিং মিলস লিমিটেডের বিরুদ্ধে ভ্যাট ফাঁকির অভিযোগ আসার পর এই বিষয়ে তদন্তে নামে ভ্যাট গোয়েন্দা অধিদপ্তর।
প্রতিষ্ঠানটির উপ-পরিচালক মুনাওয়ার মুরসালীনের নেতৃত্বে অধিদপ্তরের একটি দল গত জুলাই মাসে দুই কারখানায় যান।
তদন্ত শেষে দুই কারখানাকে ফাঁকি দেওয়া ভ্যাট এবং তার ওপর সুদসহ মোট ১৩ কোটি ৩০ লাখ টাকা সরকারি কোষাগারে জমা দিতে বলা হয়। পরে মামলা করে তা নিষ্পত্তির জন্য পাঠানো হয় ভ্যাট কমিশনারেটে।
এর ধারাবাহিকতায় বৃহস্পতিবার বিএসআরএম স্টিল সরকারি কোষাগারে সেই অর্থ জমা দেয় বলে ভ্যাট গোয়েন্দা অধিদপ্তর জানিয়েছে।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved