রাজধানীর মৌলভীবাজার এলাকায় অবৈধ সিগারেট জব্দে অভিযান পরিচালনা করেছে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, ঢাকা দক্ষিণ।
মঙ্গলবার (১১ নভেম্বর) পরিচালিত ওই অভিযানে মোট ৪ লাখ ৮ হাজার পিস অবৈধ ব্যান্ডরোল ব্যবহার করা সিগারেট জব্দ করা হয়।
ঢাকা দক্ষিণ কাস্টমসের ডেপুটি কমিশনার মুনাওয়ার মুরসালীন বিষয়টি নিশ্চিত করেছেন।
কাস্টমস সূত্রে জানা যায়, জব্দ হওয়া অবৈধ সিগারেটগুলোর মধ্যে রয়েছে, মেসি ব্যান্ডের ৩ লাখ শলাকা, স্টার ব্যান্ডের ১০ হাজার শলাকা এবং ডারবি ব্যান্ডের ৯৮ হাজার শলাকা।
মুনাওয়ার মুরসালীন জানান, সব অবৈধ সিগারেট জব্দ করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অবৈধ সিগারেট বিক্রয় ও মজুদ রোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা বলছে, রাজধানীতে অবৈধ সিগারেট নিরাপদে দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে দিতে ব্যবহৃত হচ্ছে কুরিয়ার সার্ভিসসহ নানা পদ্ধতি। চট্টগ্রাম, সিলেট, বরিশাল, যশোর, বগুড়াসহ দেশের বিভিন্ন এলাকার বাজারে অবৈধ ট্যাক্স স্ট্যাম্প ও ব্যান্ডরোল ব্যবহার করে সিগারেট বাজারজাত করছে বেশ কয়েকটি অবৈধ কোম্পানি। দেশের বিভিন্ন এলাকায় বিভিন্ন সময় কাস্টমস ও ভ্যাট গোয়েন্দারা অবৈধ ও নকল ব্যান্ডরোলযুক্ত সিগারেট জব্দ করলেও এর মূল হোতারা এখনো নাগালের বাইরে।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved