আন্তর্জাতিক সর্বোত্তম চর্চার সাথে সঙ্গতি রেখে আইএমএফ, বিশ্বব্যাংক, এফসিডিও এর কারিগরি সহায়তা ও মতামতসমূহ বিবেচনায় নিয়ে ব্যাংক রেজল্যুশন অধ্যাদেশ, ২০২৫ (BRO, 2025) প্রণীত হয়। এ অধ্যাদেশে রেজল্যুশনে আওতাধীন ব্যাংকসমূহে আমানতকারী, শেয়ারহোল্ডারসহ বিবিধ পাওনাদারের অধিকারের বিষয়টি সুনির্দিষ্ট করা হয়েছে।
প্রসঙ্গত উল্লেখ্য, ব্যাংক রেজল্যুশন অধ্যাদেশ, ২০২৫ (BRO, 2025) এর ধারা ১৬(২) (ট), ২৮ (৫), ৩৭(২) (গ) এবং ৩৮(২) অনুযায়ী বাংলাদেশ ব্যাংক রেজল্যুশন টুলস প্রয়োগের সাথে সংগতি রেখে রেজল্যুশনের অধীন তফসিলি ব্যাংকের শেয়ারধারক, দায়ী ব্যক্তি, এডিশনাল টিয়ার ১ মূলধন ধারক, টিয়ার ২ মূলধন ধারক এবং টিয়ার ২ মূলধন ধারক ব্যতীত সাবঅর্ডিনেটেড ডেট হোল্ডারের উপর লোকসান আরোপ করতে পারবে। এছাড়া, ব্যাংক রেজল্যুশন অধ্যাদেশ, ২০২৫ এর ধারা ৪০-এ অবসায়ন প্রক্রিয়ার মাধ্যমে রেজল্যুশনের অধীন তফসিলি ব্যাংক-কে বিলুপ্ত করা হলে শেয়ারধারকগণ যে পরিমাণ ক্ষতির সম্মুখীন হতেন তার চেয়ে অধিক ক্ষতির সম্মুখীন হলে তাকে ক্ষতির পরিমাণের পার্থক্যের জন্য ক্ষতিপূরণ প্রদান করার বিধান রাখা হয়েছে। উক্ত ধারার বিধানমতে, রেজল্যুশন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর বাংলাদেশ ব্যাংক কর্তৃক নিযুক্ত কোন স্বতন্ত্র পেশাদার মূল্যায়নকারী কর্তৃক সম্পাদিত মূল্যায়নের ভিত্তিতে শেয়ারধারকগণ কোন ক্ষতিপূরণ প্রাপ্য হলে উক্ত ক্ষতিপূরণ প্রদান করা যাবে।
প্রসঙ্গত উল্লেখ্য যে, আন্তর্জাতিক কনসালটিং ফার্ম দ্বারা পরিচালিত একিউআর এবং বিশেষ পরিদর্শনে প্রাপ্ত তথ্যাদি বিশ্লেষণে দেখা যায় যে, উল্লিখিত ব্যাংকগুলো বিশাল লোকসানে রয়েছে এবং তাদের Net Asset Value (NAV) ঋণাত্মক। এতদপ্রেক্ষিতে বিগত ২৪/০৯/২০২৫ তারিখে বাংলাদেশ ব্যাংকে অনুষ্ঠিত ব্যাংকিং সেক্টর ক্রাইসিস ম্যানেজমেন্ট কমিটির (BCMC) (ধারা ৪২ এর অধীনে গঠিত) সভায় "৫টি সংকটাপন্ন ব্যাংকের শেয়ারহোল্ডারদের রেজল্যুশন প্রক্রিয়ায় ব্যাংকের লোকসানের দায়ভার বহন করতে হবে" মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
বর্ণিত প্রেক্ষাপটে Bank Resolution Ordinance, 2025 (BRO, 2025) এর সংশ্লিষ্ট ধারা এবং BCMC এর সিদ্ধান্ত বিবেচনায় পাঁচটি ব্যাংক একীভূতকরণের ক্ষেত্রে সাধারণ বিনিয়োগকারীগণের/শেয়ারধারকগণের স্বার্থ সংরক্ষণের বিষয় বিবেচনার আপাতত কোনো সুযোগ নেই। তবে ক্ষুদ্র বিনিয়োগকারীগণের/শেয়ারধারকগণের স্বার্থ রক্ষার্থে তাদের ক্ষতিপূরণ প্রদানের বিষয়টি সরকার বিবেচনা করতে পারে।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved