
লিটন পাঠান, হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুরে রাজন মিয়া তার স্ত্রী শাপলা বেগমকে শ্বাসরোধ করে হত্যা করেছেন। সোমবার রাতে সংঘটিত এই হত্যাকাণ্ডের পর মঙ্গলবার (০৪-নভেম্বর) ঘাতক স্বামী নিজেকে আদালতে আত্মসমর্পণ করতে গেলে মাধবপুর থানা পুলিশ তাকে আটক করে, থানায় নিয়ে আসে। পুলিশের হেফাজতে নেওয়ার পর রাজন মিয়ার স্বীকারোক্তি অনুযায়ী করড়া গ্রামের একটি পরিত্যক্ত জমির বালির নিচ থেকে শাপলা বেগমের লাশ উদ্ধার করা হয়। নিহত শাপলা বেগম (১৯) নাসিরনগর উপজেলার চাপরতলা গ্রামের সুমন মিয়ার মেয়ে। তার স্বামী রাজন মিয়া বাহুবল উপজেলার পুটিজুড়ি এলাকার কাজল মিয়ার ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্র জানায়, কয়েকদিন ধরে দাম্পত্য জীবনে পরকীয়া নিয়ে বিরোধ দেখা দিয়েছিল। ঘটনার রাত রাজন মিয়া স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা করে লাশ বালির নিচে চাপা দেয়। মাধবপুর থানার পরিদর্শক (তদন্ত) কবির হোসেন জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। ঘাতক স্বামী পুলিশের হেফাজতে রয়েছে।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved