ঢাকা, ৩০ অক্টোবর ২০২৫:
বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) এর সাবির্ক সহযোগিতা ও দিকনির্দেশনায় আইএফআইসি ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তাদের জন্য মানিলন্ডারিং এবং সন্ত্রাসী কার্যে অর্থায়ন প্রতিরোধ বিষয়ক একটি সচেতনতামূলক কর্মসূচীর আয়োজন করেছে দেশের বৃহত্তম ব্যাংক আইএফআইসি। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জনাব সৈয়দ মনসুর মোস্তফা, রাজধানীর পুরানা পল্টনস্থ আইএফআইসি টাওয়ারে (৩০ অক্টোবর, ২০২৫) এ কর্মসূচীর উদ্বোধন করেন এবং রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন বিএফআইইউ এর যুগ্ম পরিচালক জনাব মোঃ জয়নুল আবেদীন।
অনুষ্ঠানের শুরুতে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান মানিলন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তা মোঃ মনিতুর রহমান স্বাগত বক্তব্য প্রদান করেন। বিএফআইইউ এর যুগ্ম পরিচালক মোঃ জয়নুল আবেদীন রিসোর্স পারসন হিসেবে তার বক্তব্যে বিদ্যমান আইন, বিধিমালা এবং বিএফআইইউ কর্তৃক জারীকৃত সার্কুলার ও নির্দেশিকা বিষয়ে বিস্তৃত আলোচনা করেন। সচেতনতামূলক এই কর্মসূচীতে আরো অংশগ্রহণ করেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ, বিভিন্ন বিভাগের প্রধানগণ এবং কর্পোরেট শাখার শাখা ব্যবস্থাপকগণ।
এ সময় মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে বিদ্যমান আইন, বিধিমালা এবং বিএফআইইউ কর্তৃক জারীকৃত সার্কুলার ও নির্দেশিকা যথাযথভাবে অনুসরণের ওপর গুরুত্বারোপ করা হয়।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved