
ইমন মাহমুদ লিটন, ভৈরব(কিশোরগঞ্জ)প্রতিনিধি: কিশোরগঞ্জের ভৈরবে ট্রাকের চাপায় জিসান মিয়া (১৮) নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। আজ বুধবার (২২ অক্টোবর) বিকাল ৩ টায় ঢাকা-সিলেট মহাসড়কে নিউটাউন এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত জিসান মিয়া পৌর শহরের লক্ষ্মীপুর তাতারকান্দি এলাকার রুকুন মিয়ার ছেলে।
হাইওয়ে থানা পুলিশ সূত্রে জানা যায়, জিসান মিয়া দুপুর ৩টায় ঢাকা সিলেট মহাসড়ক হয়ে মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে নিউটাউন মোড় ওয়ালটন শো রুমের সামনে পিছন থেকে একটি ট্রাক (ঢাকা মেট্রো ট-১৮-১১০৭) ধাক্কা দেয়। এসময় ঘটনাস্থলেই সে মৃত্যু বরণ করে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে ট্রাক জব্দ করে থানায় নিয়ে আসে। ঘটনার পরপর চালক পালিয়ে যায়।
এ বিষয়ে নিহতের চাচা হেলিম মিয়া জানান, সংসারের বাজার করতে ভৈরব বাজারে গিয়েছিল আমার বাতিজা জিসান। সে একজন প্রাইভেটকার চালক ছিল। ৪ বছর আগে জিসান তার বাবাকে হারিয়েছে। সংসারের হাল ধরতে ৬ মাস যাবত ভাড়ায় প্রাইভেটকার চালিয়েছে। প্রাইভেটকার মালিকের মোটরসাইকেল নিয়ে বাজারে গিয়েছিল। বাজার থেকে বাড়িতে ফেরার পথে নিউটাউন মোড়ে একটি ঘাতক ট্রাক পিছন থেকে মোটরসাইকেলে ধাক্কা দেয়৷ স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথি মধ্যে জিসান মৃত্যুবরণ করে।
তিনি আরো বলেন, জিসানদের পরিবারে মা ও একটি সমবয়সি বোন রয়েছে। সংসারে একমাত্র ছেলেকে হারিয়ে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
এ বিষয়ে হাইওয়ে থানার এসআই শামিম আল মামুন জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ট্রাক উদ্ধার করে থানায় আনা হয়েছে। নিহতের মরদেহের প্রাথমিক সুরতহাল রিপোর্ট তৈরি করে পরিবারের আবেদনের প্রেক্ষিতে দাফনের জন্য দিয়ে দেয়া হয়েছে। এক্সিডেন্টের পর ড্রাইভার পালাতক রয়েছে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved