
লিটন পাঠান, হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ সদর উপজেলার তেঘরিয়া ইউনিয়নের আওয়ামী লীগ নেতা মোঃ শামসুল হক (৪৫)-কে বৈষম্য মামলায় গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গ্রেফতারকৃত শামসুল হক তেঘরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। বুধবার (২২-অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে হবিগঞ্জ শহরের কোর্ট এলাকা থেকে যৌথ বাহিনীর একটি দল তাকে গ্রেফতার করে।
পরে তাকে হবিগঞ্জ সদর মডেল থানার এসআই সুরঞ্জিতের নিকট আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। থানা সূত্রে জানা গেছে, হবিগঞ্জ সদর থানায় দায়ের করা মামলা নং ২৬/৬১, তারিখ ২৪ ফেব্রুয়ারি ২০২৫ ইং এর এজাহারভুক্ত আসামি ছিলেন শামসুল হক।
গ্রেফতারের পর থানায় প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved