
লিটন পাঠান, হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় গলায় ফাঁস লাগিয়ে জুলেখা বেগম (৩৫) নামে এক নারী আত্মহত্যা করেছেন। তিনি উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের চানপুর (পালের বাজার) গ্রামের জালাল মিয়ার মেয়ে জানা যায়, মঙ্গলবার (২১-অক্টোবর) রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে নিজ ঘরের তীরের সাথে ওড়না পেঁচিয়ে ফাঁস দেন জুলেখা বেগম। পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করার চেষ্টা চালান, কিন্তু ততক্ষণে তিনি মারা যান।
খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশের এসআই সুমন মিয়ার নেতৃত্বে একটি টিম ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে। পুলিশ জানায়, জুলেখা বেগম মানসিকভাবে হতাশাগ্রস্ত ছিলেন এবং সেই কারণেই তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্ত করছে পুলিশ।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved