
লিটন পাঠান, হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুর বাংলাদেশ কিন্ডারগার্ডেন এসোসিয়েশনের উদ্যোগে দু'দিন ব্যাপি শিক্ষক প্রশিক্ষণে অংশ গ্রহনকারী শিক্ষকদের মধ্যে সনদপত্র বিতরণ ও সম্মাননা প্রদান করা হয়েছে। শনিবার (১৮-অক্টোবর) সকালে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন মাধবপুর উপজেলা শাখার সভাপতি সাইফুল হক মির্জা'র সভাপতিত্বে সনদ বিতরন সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও সাবেক জেলা বিএনপির সহসভাপতি আলহাজ্ব সৈয়দ মো. শাহজাহান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য ও পৌর বিএনপির সাধারন সম্পাদক আলাউদ্দিন আল রনি, কেন্দ্রীয় শিক্ষক সমিতির সহসাধারন সম্পাদক মাহমুদুর হাসান রনি।
কিন্ডারগার্টেন এসোসিয়েশন সাধারন সম্পাদক জাকারিয়া আহমেদ'র সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক সামছুল আলম, ফয়সল চৌধুরী, বিশ্বজিৎ ভট্রাচার্য, মাসুদ আহম্মদ, গিয়াসউদ্দিন মাহমুদ, জিয়াউর রহমান সুজন, নওরিন প্রমুখ।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved