
জুলাই সনদকে সার্বজনীন করতে, ন্যাশনাল কংগ্রেস বাংলাদেশ-এনসিবিসহ জুলাই অভ্যুত্থানের প্রতি সমর্থনপুষ্ট সকল রাজনৈতিক দলের মতামত-কে সমান গুরুত্ব দিয়ে জুলাই সনদে অন্তর্ভুক্তি করত: সকল দলের স্বাক্ষর গ্রহণের আহবান জানিয়েছেন ন্যাশনাল কংগ্রেস বাংলাদেশ-এনসিবি'র চেয়ারম্যান সাবেক ছাত্রনেতা কাজী ছাব্বীর।
জুলাই শহীদের প্রতি গভীর শ্রদ্ধা এবং জুলাই সনদের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে গতকাল বিভিন্ন গণমাধ্যমে সাক্ষাৎকারে তিনি আরো বলেন, বাংলাদেশে মাঠ পর্যায়ে নিবন্ধিত অনিবন্ধিত মিলিয়ে প্রায় শতাধিক সক্রিয় রাজনৈতিক দল আছে। এদের মধ্যে অনেকেই পতিত ফ্যাসিস্ট সরকারের আমলে বিভিন্ন ভাবে বৈষম্যে শীকার হয়েছে। তার মধ্যে মাত্র বিশ/পঁচিশটি দলের মতামতের ভিত্তিতে আনুষ্ঠানিক ভাবে জুলাই সনদ স্বাক্ষরের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকার দেশে বড় ধরনের একটা রাজনৈতিক বৈষম্য বা বিভাজন তৈরি করেছেন। এতে ভবিষ্যতে দেশে রাজনৈতিক সংঘাত দেখা দিতে পারে এবং জুলাই সনদ প্রশ্নবিদ্ধ হওয়ার শঙ্কা রয়েছে। তাই জুলাই সনদে এনসিবি-সহ বাকী সকল দলের মতামত অন্তর্ভুক্ত করা আবশ্যক।
এনসিবি চেয়ারম্যান আরও বলেন যে, অন্তর্বর্তীকালীন সরকার জাতীয় ঐক্যের নামে দেশের জনগণের সাথে তামাশা করছে। জনগণের প্রত্যাশা পুরণে এই সরকার সম্পুর্ন ভাবে ব্যর্থ হয়েছে।
এ সময় সাথে ছিলেন এনসিবি'র মহাসচিব ইকবাল হাসান স্বপন, প্রেসিডিয়াম সদস্য মো: ফারুক মিয়া, কবি সানজিদা রসুল, ঢাকা মহানগরের সভাপতি আবুল বাশার।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved