
লিটন পাঠান, হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ পৌর এলাকায় জামায়াত নেতা মহিবুর রহমান চৌধুরী হত্যা মামলায় একজনের আমৃত্যু ও ১৪ জনের যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (১৪-অক্টোবর) দুপুরে হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক সৈয়দ মোহাম্মদ কায়সার ইউসূফ এ রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী এডিশনাল পিপি অ্যাডভোকেট গুলজার খান। রায় ঘোষণার সময় ১০ জন আসামি আদালতে উপস্থিত ছিলেন, বাকিরা পলাতক। আমৃত্যু কারাদন্ডপ্রাপ্ত শফিকুর রহমান চৌধুরী বৈষম্যবিরোধী হত্যা মামলায় কারাগারে রয়েছেন। যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা আসামিরা হলেন- মকা গ্রামের শহিদুল আলম আকিক, জাহাঙ্গীর আলম, শেবুল মিয়া, রুবেল মিয়া, শামিম আহমেদ, আব্দুল মুকিত, আলমগীর, শামছুল হোদা ছরফুল, মকছুদ ওরফে ছাও মিয়া, তারা মিয়া, রতিশ দাস, ছায়েদ মিয়া, নাহিদ মিয়া মামলা সূত্রে জানা যায়।
প্রকাশ্যে নৃশংসভাবে কুপিয়ে তাকে হত্যা করা হয় আজকে এই মামলা রায় হল। রায় পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে। নিহত মহিবুর রহমান চৌধুরীর ছোট ভাই মাহফুজ চৌধুরী বলেন- এই রায়ে আমরা সন্তষ্ট না। একজন সুস্থ মানুষকে এভাবে হত্যা করার পরও এ রায় কাম্য না। আমরা উচ্চ আদালতে যাব।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved