প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২০, ২০২৬, ১১:৩৪ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৩, ২০২৫, ৭:৩৯ পি.এম
মাধবপুরে ইউনিক বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে আহত ৩৫

লিটন পাঠান, হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুর উপজেলায় একটি যাত্রীবাহী ইউনিক বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৩৫ জন যাত্রী আহত হয়েছেন। সোমবার (১৩-অক্টোবর) দুপুর ১টার দিকে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের নোয়াপাড়া ইউনিয়নের শাহপুর হরিতলা এলাকায় এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটি অতিরিক্ত গতিতে চলছিল। শাহপুর হরিতলা এলাকায় পৌঁছানোর পর চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং বাসটি সড়ক থেকে নিচে পড়ে যায়। পরে স্থানীয়রা এসে বাসের যাত্রীদের উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যায়।
এ বিষয়ে হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সঞ্জয় বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত ইউনিক বাসটি উদ্ধার করে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved