
ট্রেজারি বিল ও বন্ডের ইস্যু এবং সেকেন্ডারি মার্কেটে ক্রয়-বিক্রয়ের অনুমোদন পেয়েছে রূপালী ব্যাংক লিমিটেড। গতকাল বাংলাদেশ ব্যাংকের ডেট ম্যানেজমেন্ট বিভাগ থেকে এসংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
বাংলাদেশে কার্যরত সব তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো ওই প্রজ্ঞাপনে বলা হয়, ‘বাংলাদেশ সরকারের ট্রেজারি বিল ও বন্ডের ইস্যু এবং ইস্যু পরবর্তী ক্রয়ে-বিক্রয়ের সেকেন্ডারি মার্কেট সক্রিয়েকরণের লক্ষ্যে রূপালী ব্যাংক লিমিটেডকে সরকারি সিকিউরিটিজের প্রাইমারি ডিলার হিসেবে এক বছরের জন্য অনুমোদন প্রদান করা হয়েছে। প্রাইমারি ডিলারদের জন্যে ডেট ম্যানেজমেন্ট বিভাগ কর্তৃক সময়ে সময়ে জারিকৃত নির্দেশনাসমূহ পরিপালন নিশ্চিতকরণসহ প্রাইমারি ও সেকেন্ডারি মার্কেটে পরবর্তী এক বছরের কার্যক্রম বিবেচনাপূর্বক এই লাইসেন্সের মেয়োদ বর্ধিত করা হতে পারে।’
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved