প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১৫, ২০২৫, ১:৪৬ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৮, ২০২৫, ১১:৫৫ পি.এম
ভৈরবে পৃথক অভিযানে ৫ মাদক কারবারি আটক

ইমন মাহমুদ লিটন, ভৈরব(কিশোরগঞ্জ)প্রতিনিধি: কিশোরগঞ্জের ভৈরব শহরের বিভিন্ন স্থানে পৃথক পৃথক অভিযান চালিয়ে ৫ মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ভৈরব শাখার সদস্যরা। সৈয়দ নজরুল ইসলাম সেতুসহ বিভিন্ন স্থানে সকাল থেকে দুপুর পর্যন্ত এ অভিযান চালানো হয়। উদ্ধার করা হয়েছে ইয়াবা, স্কার্ফ সিরাপ ও গাঁজা। আটককৃতরা হলো রেখা (৩৭), স্বপ্না (২৫), শামসুন্নাহার (৫০), নেহেরা (৫৫),ও নুরুল ইসলাম (৩৫)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ভৈরব কার্যালয়ের পরিদর্শক চন্দন গোপাল সুর এ বিষয়ে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আজ সকাল থেকে দুপুর পর্যন্ত সৈয়দ নজরুল ইসলাম সেতু এলাকাসহ বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ১৯৯০ পিস ইয়াবা ৩৭ বোতল স্কার্ফ সিরাপ ও ২ কেজি গাঁজা উদ্ধারপূর্বক উল্লিখিত ৫ মাদক কারবারিকে আটক করা হয়েছে। অভিযানে পঞ্চবটী বউ বাজার এলাকার মিলন মিয়ার স্ত্রী রেখা বেগমের হেফাজতে রাখা ১৯৯০ পিস ইয়াবা, পঞ্চবটী এলাকার রমজান মিয়ার স্ত্রী স্বপ্নার কাছ থেকে ৩৭ বোতল স্কার্ফ সিরাপ, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থানাধীন ধর্মনগর গ্রামের মৃত ধন মিয়ার স্ত্রী সামছুন্নাহার, বিজয়নগর থানাধীন রইশপুর গ্রামের খোকন মিয়ার স্ত্রী নেহারা ও হবিগঞ্জ জেলার বাহুবল থানাধীন উলুয়া গ্রামের মৃত আব্দুল বারেক মিয়ার ছেলে নুরুল ইসলামকে ২ কেজি গাঁজাসহ আটক করা হয়েছে। এদেরর মধ্যে রেখা বেগমের নামে ভৈরব থানায় মাদকের একাধিক মামলা রয়েছে। আজকের অভিযানে আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ভৈরব কার্যালয়ের কর্মকর্তারা বাদী হয়ে ভৈরব থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক পৃথক মামলা দায়ের করা হয়েছে।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved