যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাওয়া অনুসারে ‘শান্তি আলোচনা’ তথা যুদ্ধবিরতির আলোচনায় বসেছে ইসরায়েল ও ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠি হামাস। হামাস আলোচনায় বসতে সম্মতি দেওয়ার পর ট্রাম্প ইসরায়েলকে গাজায় হামলা বন্ধ করার নির্দেশ দিয়েছিলেন। কিন্তু নেতানিয়াহু’র প্রশাসন ওই নির্দেশের কোনো পরোয়াই করছে না। তারা এখনো গাজায় হামলা চালিয়ে যাচ্ছে। সোমাবর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গাজায় ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) গুলিতে কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন।
ট্রাম্পের শান্তি পরিকল্পনার অংশ হিসেবে সোমবার মিসরের পর্যটন শহর শারম এল শেখ-এ যুদ্ধবিরতি আলোচনা শুরু হয়। এমন দিনেও হামলা বন্ধ করেনি ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী। তবে তারা এ হামলাকে ‘সীমিত’ বলে দাবি করেছে। সূত্রের বরাত দিয়ে এক প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, গতকাল সোমাবর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গাজায় ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) গুলিতে নিহত হয়েছেন ১০ জন। এদের মধ্যে ৩ জন নিহত হয়েছেন খাদ্য ও ত্রাণ নিতে গিয়ে।
গত সপ্তাহে গাজায় যুদ্ধবিরতি সংক্রান্ত নতুন একটি পরিকল্পনা পেশ করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প এই পরিকল্পনা পেশের পরপরই সেটিকে সমর্থন জানায় ইসরায়েল। পরে ৩ অক্টোবর সেই প্রস্তাবে সম্মতি জানায় গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসও।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved