প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ৮, ২০২৫, ৫:৩৫ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৫, ২০২৫, ৮:২৯ পি.এম
ঢাকায় ছোট ভাইয়ের বাসায় চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা ফরিদুল ইসলাম শিপলু মৃত্যু, রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া

মোঃ আব্দুল্লাহ হক, চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি: চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং সাবেক চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সভাপতি মির্জা ফরিদুল ইসলাম শিপলু ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুতে চুয়াডাঙ্গার রাজনৈতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
গত বৃহস্পতিবার চিকিৎসার উদ্দেশ্যে তিনি ঢাকা গিয়েছিলেন। জানা যায়, গতরাতে চিকিৎসা শেষে ঢাকার ধানমণ্ডিতে তাঁর ছোট ভাইয়ের বাড়িতে একাই অবস্থান করছিলেন তিনি।
আজ ৫ অক্টোবর রবিবার সকালে মির্জা ফরিদুল ইসলাম শিপলু কারো ফোন রিসিভ না করায় উদ্বিগ্ন হয়ে পড়েন তাঁর পরিবারের সদস্যরা। দুপুর ১২টার দিকে তাঁর ছোট ভাই রাতুল ওই বাড়িতে গিয়ে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন এবং তাঁকে মৃত অবস্থায় দেখতে পান।
তাঁর রাজনৈতিক সহকর্মী ও জাসস নেতা সেলিম জানিয়েছেন, পারিবারিক আলোচনার মাধ্যমে মরহুমের দাফন এবং জানাজার স্থান ও সময় পরে জানানো হবে।
মির্জা ফরিদুল ইসলাম শিপলুর অকাল মৃত্যুতে তাঁর দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে শোকের আবহ সৃষ্টি হয়েছে।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved