প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২০, ২০২৬, ৭:৩০ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৪, ২০২৫, ১০:২৪ পি.এম
হবিগঞ্জে ভাড়াটিয়া বাসা থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

লিটন পাঠান, হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাট পৌরসভার হাতুন্ডা মীরবাড়ি এলাকার একটি ভাড়া বাসা থেকে মোঃ তোরাব আলী (৪০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৪-অক্টোবর) দুপুরে স্থানীয়দের সহযোগিতায় ঘরের দরজা ভেঙে পুলিশ মরদেহ উদ্ধার করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত তোরাব আলী মিরাশী বড়বাড়ী এলাকার মৃত চেরাগ আলীর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে হাতুন্ডা মীরবাড়িতে আব্দুর শহিদের বাড়ি ভাড়া নিয়ে বসবাস করছিলেন। প্রায় ৬-৭ মাস ধরে তিনি চুনারুঘাট বাজারের মদিনা কাচ্চি ডাইন হোটেলে কর্মচারী হিসেবে কাজ করছিলেন। গত ২ অক্টোবর দুপুরে অসুস্থবোধ করায় তিনি হোটেলের ম্যানেজার আলাল মিয়ার কাছ থেকে ৫০ টাকা নিয়ে বাসায় ফিরে যান।
এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না শনিবার দুপুরে হোটেলের এক কর্মচারী কাজে ডাকার জন্য তার বাসায় গেলে সাড়া না পেয়ে ম্যানেজারকে খবর দেন। পরে বিষয়টি থানায় জানানো হয়। খবর পেয়ে চুনারুঘাট থানার এসআই জিকরুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের উপস্থিতিতে ঘরের দরজা ভেঙে প্রবেশ করেন এবং বিছানায় তোরাব আলীর মরদেহ দেখতে পান।
চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। মৃত্যুর কারণ নির্ধারণে মরদেহ হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved